Thursday 23 June 2011

ডি-এক্সারদের জন্য ব্লগ শুরু করতে পেরে খুব ভালো লাগছে

প্রিয় ডিএক্সারবন্ধু ।
দূরস ংকেত পত্রিকা ছাপা স ংখ্যা আপনাদের হাতে অনেকদিন ধরেই পৌছে দিতে পারছি না । এ জন্য আমি খুবই মানসিককষ্টের মধ্যে আছি । তবে ওয়েবপেজে / ব্লগে আসতে পেরে কিছুটা হলেও মনটা হাল্কা করতে পারছি । এই ব্লগের মধ্য দিয়েই ডি-এক্স জগৎ-এ বিপ্লব ঘটবে । ঘটবেই । এটাই আমার বিশ্বাস । এই বিশ্বাস বুকের মধ্যে ধরে আমাদের কাজ আমরা করে যাব । এই আমাদের স ংকল্প । ব্লগারদের জানান । আমন্ত্রণ করুন । লেখায় অংশ নিন । আর এভাবেই  আমাদের স্বপ্ন পূরণ হোক ।
শুভেচ্ছাসহ---
সৌ্মিত্র রায়
২৩-৬-১১ রাত ১১-৩৫

1 comment: