![এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান বাংলা বিভাগের...]() |
এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর ২০১১ শনিবার ঢাকার কল্যাণপুরস্থ জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউট মিলনায়তনে “শ্রোতা সম্মেলন” অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত শ্রোতাবন্ধুরাই অংশ গ্রহণের সুযোগ পাবে। [অনুষ্ঠান সূচী-- ০৯:০০> শ্রোতা নিবন্ধন, ০৯:৩০> স্বপ্নের ডানায়: বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৪০ বছর নিয়ে সিম্পোজিয়াম (আয়োজনে- এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান ও বাংলাদেশ বেতার), ১১:৩০> যে শহর চোরাবালি: চলচ্চিত্র প্রদর্শনী, ০১:০০> বিরতী, ০২:০০> শ্রোতা সম্মেলন, ০৫:০০> সমাপ্তি] >>> দিদারুল ইকবাল, পরিচালক, সাউথ এশিয়া রেডিও ক্লাব, ঢাকা, বাংলাদেশ
|
No comments:
Post a comment